শিল্প-কারখানা
অর্থনীতি
0

দেশে সবুজ কারখানা এখন ২১৫টি

লিড গ্রিন ফ্যাক্টরির তালিকায় আরও একটি পোশাক কারখানা যুক্ত হয়েছে। নতুন সবুজ কারখানা হিসেবে যোগ হয়েছে গাজীপুরের ফ্যাশন মেকার্স লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত মোট সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২১৫টি।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের মোট গ্রিন সনদপ্রাপ্ত ফ্যাক্টরির মধ্যে প্লাটিনাম ৮১টি, গোল্ড ১২০টি, সিলভার ১০টি এবং নিবন্ধিত কারখানা ৪টি। সব মিলিয়ে সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২১৫টি।

যুক্তরাষ্ট্রের ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ এ সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়।

তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

২০১১ সালে প্রথম বাংলাদেশের দুটি কারখানাকে ইউএসজিবিসি রেটিং দেয়। এরপর গত একযুগে ধাপে ধাপে এই কারখানার সংখ্যা বাড়তে থাকে।

এখন পর্যন্ত শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটপ্রাপ্ত লিড কারখানার মধ্যে ৫৫টিই রয়েছে বাংলাদেশে।

ইএ