শুক্রবার (১২ এপ্রিল) বেলা পৌণে ১২ টার দিকে হাজারীবাগ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউটিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেখানে যোগ দেয় আরও ৫টি ইউনিট।
দুপুর পৌণে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আগুনে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাগজ ও প্লাস্টিক থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে পাশের ১০-১২ টি প্লাস্টিক ও কার্টনের দোকান পুড়ে যায়। সাথে মাদ্রাসার আবাসিক অংশটিও পুড়ে যায়।
বিদ্যুৎ এর জাতীয় সঞ্চালন লাইনের খুঁটির নিচে অবৈধভাবে মাদ্রাসা করা হয় বলেও দাবি এলাকাবাসীর।