সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

ঈদ আনন্দ খুঁজতে সিনেমা হলে নগরবাসী

ঈদের ছুটিতে সিনেমা হলে যাচ্ছেন সিনেমাপ্রেমী মানুষেরা। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে সিনেমা দেখাকে সুযোগ হিসেবে নিয়েছেন অনেকে। তবে ঈদের প্রথম দিন হওয়ায় ততটা ভিড় দেখা যায়নি মাল্টিপ্লেক্সগুলোতে।

ব্যস্তময় জীবনে রাজধানীবাসীর একটু আনন্দের খোঁজ। তাইতো ঈদের দিনে প্রিয়জনকে সাথে করে এসেছেন সিনেমা হলে। দেখছেন পছন্দের চরিত্রের অভিনয়।

ঈদে দশটির বেশি সিনেমা চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রথম দিনে দর্শকদের মন কেড়েছে শাকিব খানের রাজকুমারসহ শরীফুল রাজের ওমর।

দর্শকরা বলেন, ঈদের সময়টাতে সবাই ফ্রি থাকি। তাই পরিবারের সবাই মিলে হলে আসা। শাকিব খানের মুভি অবশ্যই ভালো লাগে। রাজকুমার অনেক সুন্দর একটা ছবি।

অনেকেই আবার গিয়েছেন হলিউড পাড়ায়। বাংলা সিনেমার ভিড়ে ঈদে ইংরেজী ভাষার সিনেমাও দেখানোর ব্যবস্থা করেছে অনেক মাল্টিপ্লেক্সে। তবে ঈদের প্রথম দিন আশানুরূপ দর্শক হয়নি বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

যমুনা ব্লকবাস্টারের ম্যানেজার রাশিন শরীফ বলেন, 'শো বাড়ানোর বিষয়টা দর্শক চাহিদার উপর নির্ভর করছে। যদি দর্শক চাহিদা বেশি থাকে তাহলে আমরা শো বাড়ানোর বিষয়টা চিন্তা করবো।'

ঈদের দ্বিতীয় দিন থেকে সিনেমাপ্রিয় মানুষের ভিড় বাড়বে বলে জানিয়েছেন হল মালিকরা।