বিদেশে এখন
যুদ্ধ
0

গাজায় অস্ত্রবিরতির আলোচনা স্থবির

আবারও অনিশ্চয়তায় গাজা উপত্যকায় অস্ত্রবিরতির সম্ভাবনা। আলোচনায় নিজেদের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়েছেন গাজার শাসকদল হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

বুধবার ( ১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনেই অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলের হামলায় প্রাণ যায় হামাস-প্রধানের তিন ছেলে এবং চার নাতি-নাতনির। নেতার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে ইসরাইল অস্ত্রবিরতির আলোচনা ব্যাহত করছে বলে অভিযোগ করেছে হামাস।

অন্যদিকে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার প্রতিশোধ নেবে বলে তেহরানের কঠোর হুঁশিয়ারির পর উচ্চ সতর্ক অবস্থানে ইসরাইল। মিত্র দেশটির ওপর আক্রমণ হলে কঠোর অবস্থানে যাবে বলে ইরানের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামাসকে অস্ত্রবিরতির শর্ত মেনে নেয়ারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের ১৮৮তম দিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৩ হাজার ৩৬০ জনে, আহত প্রায় ৭৬ হাজার মানুষ। ঈদের দিনেও উপত্যকায় তীব্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

ইএ