দেশে এখন
0

গার্মেন্টস বন্ধ হওয়ায় কাউন্টারে বেড়েছে যাত্রীর চাপ

বেশিরভাগ গার্মেন্টস ও বেসরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ায় গতকাল (সোমবার, ৮ এপ্রিল) থেকে টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। এমন তথ্যই জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন।

আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সঙ্গে ঈদ করতে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছেন অনেকে। তাদের মধ্যে কেউ একা, কেউ পরিবার নিয়ে, অনেকে আবার বন্ধুদের সঙ্গে রাজধানী ছাড়ছেন। এই টার্মিনাল থেকে সাধারণত উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরাই বেশি চলাচল করে।

এবার সরকারি ছুটি ১০ এপ্রিল শুরু হলেও সরকারি চাকরিজীবীদের অনেকে একদিন অতিরিক্ত ছুটি নিয়ে ঢাকা ছাড়ছেন। এছাড়াও বেশিরভাগ গার্মেন্টস ও বেসরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ায় গতকাল থেকে টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ বেড়েছে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সড়কে এই পথ ধরে সবচেয়ে বেশি মানুষ ২০ থেকে ২৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে পুরো রমজান জুড়ে।

এছাড়াও ১৯২ টি প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার বাস, মিনিবাস এই উত্তর, দক্ষিণ, পশ্চিমা অঞ্চলের অন্তত ২৫ জেলায় চলাচল করছে।

এসএস