ক্রিকেট
এখন মাঠে
0

কলকাতার বিপক্ষে কাল মুস্তাফিজকে পাচ্ছে চেন্নাই

আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে ছেলেদের আইসিসি টি২০ বিশ্বকাপ। এ আসর সামনে রেখে সম্প্রতি ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের ভিসার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ কাজে সম্প্রতি ভারত থেকে দেশে ফিরতে হয় মুস্তাফিজুর রহমানকে। ফলে গত শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা হয়নি কাটার মাস্টারের। ম্যাচে হেরে যায় চেন্নাই। ভিসার কাজ শেষ, তিনি আবার ভারত ফিরে গেছেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে পাচ্ছে চেন্নাই।

মুস্তাফিজকে ছাড়া খেলতে নেমে হায়দরাবাদের কাছে পাত্তা পায়নি চেন্নাই। তাদের দেয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল।

এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে ৪ উইকেট শিকার করে চেন্নাইকে জেতান মুস্তাফিজ। সেই থেকে তিনি উইকেট চার্টে শীর্ষে রয়েছেন। গতকাল পর্যন্ত এখন ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এক নম্বরে ছিলেন মুস্তাফিজ। তার উইকেট শিকারের গড় ১৫.১৪ ও ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৮৩। সেরা বোলিং ফিগার ৪/২৯।

গুজরাট টাইটান্সের মোহিত শর্মাও নিয়েছেন সাতটি উইকেট। তবে তিনি একটি ম্যাচ বেশি খেলেছেন। ১৮.৭১ গড় এবং ওভারপ্রতি ৮.১৮ রান খরচ করেছেন মোহিত। দুজনেরই সমান ৭ উইকেট হলেও মুস্তাফিজের চেয়ে ওভারপ্রতি কম রান দেয়ায় পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন মোহিত শর্মা।