পরিবেশ ও জলবায়ু

বিশ্বে রেকর্ডহারে বন নিধন

বন উজাড় করে হচ্ছে ফসলি জমি। জলবায়ু পরিবর্তনের এমন সময় ২০২৩ সালেও বিশ্বে রেইনফরেস্ট নিধনের পরিমাণ সর্বোচ্চ।

এর মধ্যে ব্রাজিল আর কলোম্বিয়ার অংশের আমাজন বন উজাড় কিছুটা কমেছে। গেলো বছর সুইজারল্যান্ডের আকারের বনাঞ্চল নিধন করা হয়েছে।

ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া এ বনাঞ্চলের আকার ৩৭ হাজার স্কয়ার কিলোমিটার। প্রতি এক মিনিটে ১০টি ফুটবল পিচের আকারের বনাঞ্চল ধ্বংস হচ্ছে।

এরমধ্যে বেশিরভাগই হচ্ছে কৃষিজমির জন্য। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আর কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কিছু উদ্যোগে ব্রাজিল আর কলোম্বিয়ায় বন নিধন কমেছে।

কিন্তু বেড়েছে বলিভিয়া, লাওস, নিকারাগুয়াসহ অন্য অনেক দেশে। কানাডায় ৮০ লাখ হেক্টর বন ধ্বংস হয়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর