ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আল শিফা হাসপাতাল। ইসরাইলের দাবি, ফিলিস্তিনের বন্দুকধারীদের হত্যা করে সমরাস্ত্র আর গোয়েন্দা তথ্য উদ্ধার করেছে তারা।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দুই সপ্তাহে ২১ রোগীর মৃত্যু হয়েছে। রাফায় অভিযানের ইস্যুতে আবারও বৈঠকে বসবে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। কায়রোতে গাজায় যুদ্ধবিরতি আর বন্দিদের মুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
এদিকে ইসরাইল বলছে, হামাস নির্মূলে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের ৬০০ সেনার মৃত্যু হয়েছে। এই অভিযানের মধ্যেই আন্তর্জাতিক চাপে শপথ নিয়েছে নতুন ফিলিস্তিন সরকার।