সোমালিয়ায় হামলা: আইএসের বহু সদস্য নিহত দাবি পেন্টাগনের

.
আফ্রিকা , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর তারই নির্দেশে সোমালিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর চালানো ওই হামলায় আইএসের বহু সদস্য নিহত হয়েছে বলে দাবি পেন্টাগনের। ট্রাম্পের প্রথম মেয়াদে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিলেও দ্বিতীয় মেয়াদে আফ্রিকায় ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে।

যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে। সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিতেই, দেশটিতে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। গুহায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য হুমকি, ট্রুথ স্যোসালে ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই সেসব গুহা ধ্বংসের দাবি করেছে পেন্টাগন।

ট্রাম্পের ওই মন্তব্যের পরপরই শনিবার সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলে বারি অঞ্চলের গোলিস দ্বীপে ইসলামিক স্টেটের জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে ছেড়ে গেছে একের পর এক যুদ্ধবিমান। পেন্টাগনের দাবি, লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা হয়েছে, নিহত হয়েছেন সশস্ত্র যোদ্ধাদের অনেকে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই অপারেশনে কোন সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাম্পের দাবি, আইএসের জ্যেষ্ঠ এই সদস্য বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছিলো। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা ঠেকাতে বা সশস্ত্র গোষ্ঠীকে শায়েস্তা করতে কোনো পদক্ষেপ নেননি। সেই পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও সশস্ত্র গোষ্ঠীটির শক্তি শেষ করে দেয়ার দাবিও করেছে পেন্টাগন। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র সবসময় শত্রুপক্ষকে শেষ করতে প্রস্তুত থাকে। মার্কিন এই হামলাকে সাধুবাদ জানিয়েছে সোমালিয়া সরকার। বহু বছর ধরেই সোমালিয়ায় বিমান হামলা করে আসছে যুক্তরাষ্ট্র।

যদিও সোমালিয়ার স্বায়ত্বশাসিত পুন্টল্যান্ডে একমাস ধারে ইসলামিক স্টেটের উত্থান ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বারি প্রদেশে অভিযান চালিয়েছে আইএস। কান্দালা জেলাও দখলে নিয়েছে। বারি প্রদেশের বুসাসো শহর থেকে দেড়শ কিলোমিটার দূরে কৌশলগত তুরমাসালে'তে আইএস'এর সঙ্গে সংঘাত হয়েছে পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্সের সদস্যদের। কেন্দ্রীয় সরকারের কাছে সামরিক সহায়তা চাওয়া হয়েছে।

পুন্টল্যান্ড তথ্যমন্ত্রী মোহামুদ আইদিদ দিরির বলেন, ‘পুন্টল্যান্ডের বাণিজ্যিক শহর ইসকুশুবানে গেলো বছরের ডিসেম্বরেই সেনা মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগর আর লোহিতা সাগরের নিরাপত্তা রক্ষায় খুব জরুরি। পুন্টল্যান্ড আইএস'কে পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে জনসাধারনের ওপর যেন হামলা না করতে পারে। এখন পাহাড়েই সংঘর্ষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের সহযোগিতা করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, বিশ্বে যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের সাহায্য করুন।’

পুন্টল্যান্ডের বাণিজ্যিক শহর ইসকুশুবানে গেলো বছরের ডিসেম্বরেই সেনা মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগর আর লোহিত সাগরের নিরাপত্তা রক্ষায় যা খুব জরুরি। পুন্টল্যান্ড আইএসকে প্রতিহত করছে, পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে যেন জনসাধারণের ওপর তারা হামলা না করতে পারে। এখন পাহাড়েই সংঘর্ষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের সহযোগিতা করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো, বিশ্বে যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের সাহায্য করুন।

আল কায়েদা অধিভুক্ত আল শাবাব গ্রুপ থেকে বিভক্ত হয়ে ২০১৫ সালে সোমালিয়ায় উত্থান হয় আইএসের। আল শাবাব এখনও এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে আছে। আইএস ও চেষ্টা করছে নিজেদের প্রভাব বাড়ানোর। ক্ষমতায় আসার প্রথম মেয়াদের শেষ সময়ে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথমবারের মতো আফ্রিকার কোন দেশে হামলার নির্দেশ দিলেন তিনি।

এএম