শুক্রবার (২৯ মার্চ) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টি করে। আমরা করি না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইফতার সামগ্রী বিতরণ করি। তারা ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন ও মিথ্যাচার করে যাচ্ছে।'
তিনি বলেন, 'বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করে নাই, বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। কোনো বিদেশীদের দাসত্ব আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ, চেতনায় বাংলাদেশ।'
বিএনপি অন্ধকারে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'বিএনপির চারিদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন বিএনপির রাজনীতিতে অন্ধকার ঠেলে দিয়েছে। এ অন্ধকারের গর্ত থেকে তারা বের হতে পারছে না। নির্বাচনের আগে বিএনপি বিদেশী শক্তির তাঁবেদারি করেছে। বিদেশীদের ডেকে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করেছে।'
বিশ্ব সংকটের মাঝেও দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে ওয়াবদুল কাদের বলেন, 'বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নিপীড়িত নির্যাতিত হচ্ছে। এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। তালিকা প্রকাশ্যে আনুন। জামিন পেয়ে নেতারা এক এক করে বেরিয়ে আসছে। বিএনপির নেতিবাচক বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে।'