স্বাস্থ্য
দেশে এখন

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বাড়ানোর চার দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। এক মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তারা।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এই বাজারে এতো অল্প টাকায় চলা সম্ভব না। ঈদের পরেই তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে।'

যে চার দফা দাবিতে পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথ আন্দোলন করছিলো, তার মধ্যে রয়েছে- ইন্টার্ন চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৩০ হাজার এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দিতে হবে। ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি পুনঃবহাল করতে হবে।

এছাড়া অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে ইন্টার্ন চিকিৎসকরা।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর