রাজনীতি
দেশে এখন
0

বাঁশিতে ফুঁ দিয়ে দেশ স্বাধীন হয় না: প্রধানমন্ত্রী

বাঁশিতে ফুঁ দিয়ে দেশ স্বাধীন হয় না। আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারি ছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপির নেতারা কথায় কথায় গণতন্ত্র খুঁজে বেড়ায়। যুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধ লরলো কে? আর বিজয় আনলো কে? ৭০ এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতারা অস্থায়ী সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করে। ৭১ এর পর স্বাধীনতা বিরোধীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছিল।'

বঙ্গবন্ধু কন্যা বলেন, 'স্বাধীনতার ঘোষণা পাঠ করাতে সামরিক সদস্য হিসেবে জিয়াউর রহমানকে বেতার কেন্দ্রে ধরে নিয়ে আসা হয়। যাতে যুদ্ধ যুদ্ধ ভাব আসে। ঘোষক নিয়ে বড়াই করার কিছু নাই। যুদ্ধের সময় যারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের সম্মাননা দেওয়া হয়েছে।'

এছাড়া মুক্তিযুদ্ধে সহযোগিতা করায় বন্ধুপ্রতীম ভারতসহ সব দেশকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।