বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

আগের দামেই মাংস বিক্রি করবেন খলিল

কিছু শর্ত দিয়ে ২০ রমজান পর্যন্ত ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করার কথা জানালেন খলিল।

দ্রব্যমূল্যের দাম নিয়ে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, এমন সময় বাজারমূল্যের চেয়ে কমে মাংস বিক্রি করে সাড়া ফেলে দিয়েছিলেন মাংস বিক্রেতা খলিল। ৫৯৫ টাকা কেজিতে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০টি গরুর মাংস বিক্রি করতে হতো।

বিক্রি বেশি হলে লাভ বেশি বলা হলেও খলিলের ক্ষেত্রে বিষয়টি হলো উল্টো। অতিরিক্ত বিক্রিতে ব্যবসায় লস শুরু হয়। যার কারনে বাধ্য হয়ে মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে ৬৯৫ টাকা করা হয়।

তবে মাংসের এই দাম বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় শুরু হয় আলোচনা।

বিষয়টি নজরে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। খলিলকে ডেকে জানতে চাওয়া হয় দাম বৃদ্ধির কারন। খলিলও সে ডাকে সারা দিয়ে ভোক্তা কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন।

এরপর ভোক্তার পক্ষ থেকে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করার কথা বলা হলে রাজি হন খলিল, কিন্তু জুড়ে দেন কিছু শর্ত। জানান, ২০ রোজা পর্যন্ত প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মাংস বিক্রি চলবে, প্রতিদিন ২০ টি গরুর মাংস বিক্রি করা হবে। মাংস শেষ হলেই দোকান বন্ধ।

­­ভোক্তার পক্ষ থেকে বলা হয়, লস দিয়েও খলিল সাধারণ মানুষের জন্য কম দামে মাংস বিক্রি করছে এটাকে সাধুবাদ জানাই। অন্যরাও এভাবে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এসএসএস