উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেআরটি বুধবার (২০ মার্চ) জানায়, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ এই ক্ষেপণাস্ত্র। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে নতুন অস্ত্রটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য করতে পারাকে বড় সাফল্য আখ্যা দিয়েছে পিয়ংইয়ং।
সোহায়ে স্যাটেলাইট লঞ্চ স্টেশনে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এবং বিকালে এর ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়।
সেখানে উপস্থিত থেকে পুরো কর্মসূচি পরিদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।