চট্টগ্রামে ছাড়ে পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ

0

সিয়াম সাধনার মাস রমজানেও নিত্যপণ্যের চড়া দাম। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগেও স্বস্তি যেন অধরাই রয়ে যায়। এমন প্রেক্ষাপটে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর পর এবার বন্দরনগরী চট্টগ্রামেও বিশেষ ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এ উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলার আশা রয়েছে।

রোজার মাসে চড়া বাজারে স্বস্তি নেই অনেকেরই। সেজন্য ক্রেতাদের মাঝে রমজানের অত্যাবশ্যকীয় ৮টি পণ্য বাজারদরের চেয়ে বেশ কম দামে বিক্রি চলছে। তা কিনতে পেরে খুশি ক্রেতারা। তাদের দাবি বছরজুড়ে চলুক এই কার্যক্রম।

একজন ক্রেতা বলেন, 'আমার যতটুকু চাহিদা আছে আমি পুরো মাসের জন্য তা নিলাম। সবাই যদি এমন করে ন্যায্যমূল্যে পণ্য দেয়; তাহলে যারা নিম্নআয়ের মানুষ আছে তারা ভালোভাবে বাঁচতে পারবে। বছরজুড়ে সিটি গ্রুপের এ কাজ অব্যাহত থাকুক।'

সোমবার (১৮ মার্চ) বিকেলে নগরীর লালখান বাজারে ট্রাকসেলের মাধ্যমে সিটি গ্রুপের এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। এ ধরনের উদ্যোগে বাজারে দাম কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা তার। দেশের অন্যান্য শিল্পগ্রুপকেও এমন সেবামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, 'এখানে যখন ন্যায্যমূল্যে জনসাধারণ তেল, ছোলা, ডাল, চিনি কিনতে পারবে তখন এর একটি প্রভাব বাজারে পড়বে। এ ধরনের উদ্যোগ আরও বেশি করে নেয়ার জন্য শিল্প উদ্যোক্তাদের অনুরোধ করবো।'

|undefined

সিটি গ্রুপের বিক্রি করা পণ্যসমূহ। ছবি: এখন টিভি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সিটি গ্রুপের এই কর্মসূচিকে মহতী উদ্যোগ উল্লেখ করে স্থানীয় নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বলেন, 'টিসিবির ফ্যামিলি কার্ড পর্যাপ্ত না হওয়ায় অনেক মধ্যবিত্ত পরিবারও এর আওতার বাইরে। সিটি গ্রুপ ট্রাকে করে সুলভমূল্যে পণ্য বিক্রির কারণে সবারই অনেক উপকার হবে।'

প্রতিষ্ঠানটির উপদেষ্টা মুর্তজা রেজা বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবারও সিটি গ্রুপ বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করছে। প্রয়োজন হলে বাড়ানো হবে এই পরিধি।

তিনি আরও বলেন, 'চট্টগ্রাম শহরের ১০টি নির্ধারিত স্থান থেকে এসব দ্রব্য সংগ্রহ করা যাবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ কর্মসূচি বিস্তৃত করা যেতে পারে। এটা মাসব্যাপী চলবে।'

বাজার দরের চেয়ে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে তীর চিনি, তীর অ্যাডভান্সড সয়াবিন, সরিষার তেল, ছোলা, ফিরনি ও হালিম মিক্স বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে ৬ টাকা থেকে সবোর্চ্চ ৩৫ টাকা ছাড়ে রমজানের এসব নিত্যপণ্য মিলছে।

সিটি গ্রুপের উপ-মহাব্যবস্থাপক শহীদ আলী রেজা বলেন, 'সিটি গ্রুপ ভোক্তদের আরও কাছে আসার জন্য এ ১০টি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে ট্রাক দিয়েছে। যেন ক্রেতারা আরও সহজে ও ন্যায্যমূল্যে পণ্য হাতে পেতে পারে। এটা শেষ রোজা পর্যন্ত চলবে।'

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাকে ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম ইপিজেড মোড়, কর্ণফুলী মার্কেট, অলংকার মোড়, অক্সিজেন মোড়, ২ নম্বর গেইট, বহদ্দারহাট, বড়পোল, হালিশহর, চকবাজার, ওয়াসাসহ ১০টি জনবহুল স্থানে।

এসএস