রোববার (১৭ মার্চ) সৌদি গেজেট জানায়, এখন থেকে ইসলাম ধর্মের পবিত্রতম মাসটিতে ওমরাহ কেবল তারাই করতে পারবেন, যারা আগে কখনো এতে অংশ নেননি।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সিদ্ধান্ত, আগে একবার বা এর বেশি ওমরাহ করেছেন এমন মুসল্লিরা রমজানে ওমরাহ'র পুনরাবৃত্তির সুযোগ পাবেন না। রমজানে তাদের ওমরাহ পালনের আবেদন বাতিল হয়ে যাবে। এতে দিনভর রোজা রেখেও নিয়মকানুন পালন করা কিছুটা সহজ হবে প্রথমবারের ওমরাহপ্রত্যাশীদের জন্য।
বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ'র জন্য আবেদন করতে হচ্ছে দেশ-বিদেশের মুসলিমদের। চলতি মাসে যারা দ্বিতীয় বা এর বেশিবার ওমরাহ'র জন্য আবেদন করতে চাইবেন, অ্যাপে তারা আবেদনের প্রক্রিয়া ব্যর্থ বলে বার্তা পাবেন।
সৌদি আরবে বছরের সবচেয়ে বেশি ওমরাহ'র আবেদন জমা পড়ে রমজান মাসেই।