দেশে এখন
0

দীর্ঘদিন পর গুলশান লেকে নির্মল পানির প্রবাহ

অনেক বছর পর মুক্ত নির্মল পানির প্রবাহ বইলো গুলশান সোসাইটির লেকে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এখন থেকে নিয়মিত লেকের পানি পরিস্কার রাখার প্রতিশ্রুতি দিলেন উত্তর সিটির মেয়র।

শনিবার (১৬ মার্চ) সকালে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমে উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে যোগ দেয় স্বেচ্ছাসেবক দল ও শতাধিক স্কুলপড়ুয়া শিক্ষার্থী। ছড়িয়ে থাকা ময়লা আর্বজনার স্তুপ ধীরে ধীরে জমতে থাকে গুলশান সোসাইটি লেকের পাড়ে। ঘণ্টা দুই পর লেকে নির্মল জলপ্রবাহ বইতে শুরু করে।

জলাধার বর্জ্যে ভরাট নিয়ে ক্ষোভ ছিল গুলশানবাসীর। তাই বর্জ্য অপসারণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি। পরিচ্ছন্নতা কার্যক্রমে এসে মেয়র আতিকুল ইসলাম বললেন, ফিরিয়ে আনতে হবে লেকের জীবন। আর এই কাজে সম্পৃক্ততা দরকার সকলের।

মেয়র আরও বলেন, 'এ শহর আমাদের তাই দায়িত্ব অনেক বেশি, সকলে সহযোগিতা করুন নগর সুন্দর হবে।'

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ধরে রাখতে হবে লেক পরিস্কারের এই উদ্যোগ। যা সামনের দিনেও অব্যাহত রাখা প্রয়োজন।

পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে ভূমিকা রাখে লেক বা জলাধার। গুলশান সোসাইটি লেকের পানি প্রবাহ সচল ছিল না বেশ ক'বছর। যা হয়েছে অসচেতনতার কারণেই। গুলশানবাসীর ক্লেশ আর ক্লেদ ছিল এই জলাধার বর্জ্যে ভরাট হওয়াকে কেন্দ্র করে। তাই বর্জ্য অপসারণের উদ্যোগ হাতে নেয় ডিএনসিসি।

সিটি করপোরেশনের সাথে গুলশান সোসাইটি যৌথভাবে এ কাজে অংশগ্রহণ করে। ৫টি স্কুলের শিক্ষার্থী ও ৭টি স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেয়। পরে গুলশান লেকপার্ক এ বর্জ্য অপসারণ করার জন্য পাঁচশতাধিক পরিচ্ছন্নকর্মী যোগ দেয়। পরিষ্কার হয় লেকের ময়লা আর্বজনা। ফিরিয়ে আনা হয় লেকের পানি প্রবাহ।