চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত

ফুটবল
এখন মাঠে
0

চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইউরো সেরার প্রতিযোগিতায় শেষ আটে টানা তৃতীয়বার ম্যানচেস্টার সিটির মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ।

৪ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠা বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজিকে। আর বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এদিকে ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ফাইনালে উঠার লড়াইয়ে রিয়াল আর ম্যানসিটির মধ্যে জয়ী দল খেলবে বায়ার্ন অথবা আর্সেনালের সঙ্গে।

বার্সা ও পিএসজির মধ্যে জয়ী দল মাঠে নামবে ডর্টমুন্ড বা অ্যাতলেটিকোর বিপক্ষে। শেষ আটের প্রথম লেগ শুরু ৯ এপ্রিল।

ইএ