সান্তিয়াগো বার্নাব্যুতে তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বল পজিশন, গোলমুখে শটে ছিল আধিপত্য। তবে সেলতা ভিগোর গোলরক্ষক আন্দ্রেই রাদুর কল্যাণে গোল পাওয়া হয়নি মাদ্রিদিস্তাদের।
আরও পড়ুন:
ম্যাচের ২৪ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে সেলতা ভিগোর হয়ে বদলি নামেন সুইডবার্গ। ৫৩ মিনিটেই তার গোলেই এগিয়ে যায় সেলতা।
রিয়ালের হয়ে ৬৪ মিনিটে ফ্রান্সিসকো গার্সিয়া এবং ৯২ মিনিটে লালকার্ড দেখেন আলভারো কারেরাস। ম্যাচের একেবারে শেষ মিনিটে সুইডবার্গ নিজের ২য় গোল করলে ২-০ গোলে হার নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।





