২২৭ মার্কিনীর ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

0

যুদ্ধের ৭৫১তম দিনে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ৩৬টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২২টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনকে লড়াইয়ে এগিয়ে রাখতে পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে না ন্যাটো সদস্যরা, এমন অভিযোগ করেছেন উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

ইউক্রেনে কমপক্ষে চারটি অস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইনমেটাল। এসব কারখানায় বিমান বিধ্বংসী অস্ত্র, গানপাউডার, সামরিক যান ও গোলাবারুদ উৎপাদন হবে।

এছাড়া যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অব্যাহত থাকার মধ্যেই রাশিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী সেন্ট পিটার্সবার্গে হামলার প্রস্তুতি নেয়ার সময় চারজন ইউক্রেনপন্থিকে গ্রেপ্তার করেছে রুশ গোয়েন্দারা।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ও সাবেক রাষ্ট্রদূত জন সুলিভানসহ যুক্তরাষ্ট্রের ২২৭ নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

ইএ