চাকরির বাজার
0

মেধা ও যোগ্যতায় চাকরি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৭১ তরুণ-তরুণী

ব্রাহ্মণবাড়িয়া

মেধা ও যোগ্যতার বলে চাকরি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৭১ তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা (আবেদন ফি) খরচে পুলিশে চাকরি পেয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪) ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী। ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার উত্তীর্ণদের ফুল দিয়ে পুলিশ বাহিনীতে স্বাগত জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১ হাজার ৭৩৮ জন আবেদন করেন। সব ধাপ শেষে ৪৬৩ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন।

এর মধ্যে ৪৬১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। আর ২৮৯ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। তার মধ্যে ৭১ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে নিয়োগ বোর্ড।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আবেদন ফি ছাড়া প্রার্থীদের কোন টাকা খরচ করতে হয়নি। নিয়োগ প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ছিলো।’

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর