এশিয়া
বিদেশে এখন
0

শপথ নিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি

পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। রোববার (১০ মার্চ) তিনি এ শপথ নেন।

ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) কাজি ফয়েজ ইসা নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিদায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি, তিন বাহিনীর প্রধান ও জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চারটি প্রদেশের গভর্নর, মুখ্যমন্ত্রী ও বিদেশি কূটনীতিকরাও অংশ নেন।

শনিবার পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ক্ষমতাসীন জোটের যৌথ প্রার্থী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনে আসিফ আলি জারদারি ২৫৫ ভোট পান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ১১৯ ভোট।

এভিএস