এখন ভোট
0

কুমিল্লায় তাহসীন বাহার-ময়মনসিংহে টিটু মেয়র নির্বাচিত

কুমিল্লা সিটি করপোরেশনে তাহসিন বাহার ও ময়মনসিংহে ইকরামুল হক টিটু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাহসিন বাহার প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছনে মনিরুল হককে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মেয়র হলেন তাহসীন বাহার। টানা দ্বিতীয়বার মেয়র হলেন ইকরামুল হক টিটু।

দু'বারের মেয়র মনিরুল হকে ২১ হাজার ৯৯৩ ভোটে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। কুমিল্লাবাসীর আস্থা অর্জনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের কন্যা।

নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার বলেন, 'মানুষের অনেক বেশি ভালোবাসা এবং আন্তরিকতা আমি পেয়েছি। আমার কাজের মাধ্যমে এ ভালোবাসার ঋণ শোধ করবো। সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। কুমিল্লাকে স্মার্ট নগরী হিসেবে তৈরি করার পরিকল্পনা আছে।'

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পান ২৬ হাজার ৮৯৭ ভোট।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুল মিলনায়তন থেকে ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

এর আগে সকাল থেকে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট পড়ে ৩৮ দশমিক ৮২ শতাংশ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয় বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।

কুমিল্লা সিটির তৃতীয় মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নিবার্চনে ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

এদিকে একেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয় আর উল্লাসে ফেটে পড়েন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইকরামুল হকের সমর্থকরা।

সিটি কর্পোরেশনের ১২৮ কেন্দ্রে ফলাফলে ১ লাখের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খানকে পেছনে ফেলে ঘড়ি প্রতীকে ময়মনসিংহের মেয়র নির্বাচিত হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। তিনি বলেন, ' প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁর লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে ময়মনসিংহ নগরীকে গড়ে তুলতে চাই।'

 এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আরও তিনজন মেয়র পদে, ৬৯ জন কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করেন ১৪৯ জন।

এরআগে শনিবার সকাল থেকে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোট দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নির্বাচনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ভোট হয়েছে ইভিএমএ।

এছাড়া সারাদেশে ২৩১টি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর