ইউএফও আসলে কী? নতুন গবেষণা যা বলছে

বিদেশে এখন
0

১৯৫০ থেকে ৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া ভিনগ্রহের যানগুলো ছিল তৎকালীন মার্কিন গোয়েন্দা বিমান ও মহাকাশ প্রযুক্তি। এ পর্যন্ত ভিনগ্রহের প্রাণীর অস্ত্বিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। বেশিরভাগ অজ্ঞাত উড়ন্ত যান বা ইউএফও ছিল পৃথিবীর সাধারণ বস্তু।

তবে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী সম্পর্কিত সাধারণ মানুষের বিশ্বাসকে বাধাগ্রস্ত করবেন না। অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে গবেষণা করার একটি অংশ ছিল এই প্রতিবেদন।

টিভি প্রোগ্রাম, বই, চলচ্চিত্র ও ইন্টারনেটের কনটেন্টের কারণে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাসী। গ্যালাপের একটি জরিপ বলছে, ২০২১ সালে ৪০ শতাংশের বেশি মার্কিনী বিশ্বাস করতো, ভিনগ্রহের যান বা ইউএফও পৃথিবীতে ভ্রমণ করেছে।

ইএ