তিনি আরও বলেন, 'যুদ্ধের শুরু থেকেই আমরা আলোচনার মাধ্যমে শান্তির জন্য চেষ্ঠা চালাচ্ছি। আমরা রাশিয়াকে নিয়ে একটি শান্তি সম্মেলন আয়োজন করতে চাই।'
ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এরদোয়ান। বলেন, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির জন্য নতুন চুক্তিতে সবধরনের সহায়তা করবে আঙ্কারা। তবে ইউক্রেনের অনুরোধে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের প্রথম বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে না রাশিয়াকে। যদিও মস্কোকে সংলাপে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে চীন।
এদিকে ইউক্রেনের খারকিভে রুশ রকেট হামলায় নিহত হয়েছেন ২ জন। রাতভর রাশিয়ায় ড্রোন হামলা চালালেও সবকটিই ধ্বংস করার দাবি ক্রেমলিনের। ইউক্রেনের ড্রোনকে ধ্বংসে জেলেনস্কির সেনাদের ১০ হাজার ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।