চীনের সঙ্গে মালদ্বীপের সামরিক সহযোগিতা চুক্তির দুইদিন পরই লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে 'আইএনএস জটায়ু' নামে এ সামরিক ঘাঁটি উদ্বোধন করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।
এনডিটিভি জানিয়েছে, ভারত মহাসাগরে নিজেদের নজরদারি বাড়াতে মালদ্বীপ থেকে ৫০ মাইল দূরে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপপুঞ্জে নতুন ঘাঁটি তৈরি করেছে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপের নিকটবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপগুলোয় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে।