সকাল থেকেই ব্যাটিং অনুশীলন করেছেন মেয়েদের ওয়ানডে ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি। ফরম্যাটটা ওয়ানডে বলেই ফারজানার দিকে আলাদা করে চোখ থাকবে সবার।
নারী ক্রিকেট বিশ্বের সেরা দল অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে একটা জয়ই হবে বাংলার মেয়েদের ইতিহাস রচনা। কিন্তু বিশ্বসেরা দলের বিপক্ষে ইতিহাস রচনা স্বপ্ন মোটেই সহজ হবে না। তাই মারুফা, শোভনাদের প্রাণপণ চেষ্টা নিজেরদের ঝুলিয়ে নেয়ার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ বেশ গুরুত্বপূর্ণ কারণ সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ আয়োজক ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের।
নারী ক্রিকেটার নাহিদা আক্তার বলেন, 'সচারচর আমাদের ক্যাম্পে স্পিনের উপর কাজ করা হয় না। সে হিসেবে আমাদের স্পিন ক্যাম্প খুব ভালো হয়েছে। আমরা যারা এ স্পিন কোচের কাছে কাজ করেছি তা বিশ্বকাপে আমাদের খুব কাজে লাগবে।'
২১ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শক্তির বিচারে অজিরা অনেক এগিয়ে থাকলেও সম্প্রতি মেয়েদের পারফরম্যান্স স্বপ্নবাক করছে টাইগ্রেস অধিনায়কে।
নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'শেষ ছয় মাস যেভাবে ক্রিকেট খেলেছি ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে, অস্ট্রেলিয়া এদের থেকে অনেক শক্তিশালী দল। কিন্তু এখন আমরা যে রকম দল তা থেকে বলতে পারি প্রতিযোগিতামূলক খেলা হবে।'
কোচ হাসান তিলকারত্নে দায়িত্ব নেয়ার পর দ্বিপাক্ষিক বেশ কয়েকটি সিরিজে ধারাবাহিক বাংলাদেশের মেয়েরা। সেই ধারাবাহিকই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক চ্যালেঞ্জ তিলাকরত্নে শিষ্যদের।
খুলনার আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন চলবে ১০ দিন ধরে। এ সময়ে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।