বার্ন ইউনিটের বাকি ২ জনের মধ্যে ১ জনের পরিচয় এখনও জানা যায়নি। অন্য একটি মরদেহ মৃত্যুর সনদের অপেক্ষায় রয়েছে। এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি সেটি। সেখানে আরও চিকিৎসাধীন আছে মোট ১১ জন।
তাদের মধ্যে ৮ জন ভর্তি আছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আর আইসিইউতে একজন। এছাড়াও ঢাকা মেডিকেল থেকে নতুন করে ২ জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ইউনিটে।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিভাতে কাজ করে।
আগুন লাগার পর তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ঘটনায় নারী ও শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।





