সাকিব-তামিম ইস্যুতে আবারও সরগরম দেশের ক্রিকেট। বন্ধুত্ব থেকে তিক্ততায় রূপ নেয়া দেশের দুই ক্রিকেটারের সাম্প্রতিক কার্যকলাপ আবারো আলোচনার খোরাক জুগিয়েছে। বিপিএলে মুখোমুখি দ্বৈরথে উইকেট উদযাপন দু’জনের সম্পর্কে দিয়েছে ভিন্ন মাত্রা। দেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের এমন কাণ্ড অবশ্য হালকাভাবে নিচ্ছে বোর্ড।
জালাল ইউনুস বলেন, ‘আমি দেখেছি খুব ভালো লেগেছে।’
তবে এই দুই জনের আন্তর্জাতিক ক্রিকেট এখনও অনিশ্চয়তায়। বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভোগা সাকিব বিপিএলে দারুণ ফর্মে আছেন। তারপরও দেশের হয়ে খেলতেই তার যতো আপত্তি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনও ঘোষণা না করলেও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নিশ্চিত করলেন পুরো সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না।
জালাল ইউনুস আরও বলেন, ‘নিঃসন্দেহে সাকিব আমাদের সেরা খেলোয়াড়। শ্রীলঙ্কা সিরিজে সাকিব বিরতি নিয়েছে। পরে সে দলে যোগ দেবে।’
এদিকে গেল বছরের জুলাইয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম ইকবাল। কবে নাগাদ তিনি ফিরবেন তারও কোন নিশ্চয়তা দিতে পারছে না বিসিবি। বিপিএলের পর এ নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবে বোর্ড।