ওশেনিয়া
বিদেশে এখন

জাতিগত সংঘাতে পাপুয়া নিউগিনিতে নিহত ৬৪

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উচ্চভূমিতে জাতিগত সংঘাতে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, একজন পুলিশ কর্মকর্তা এই হত্যাকাণ্ডকে প্রশান্ত মহাসাগরীয় দেশটির সাম্প্রতিক ইতিহাসের ‘সবচেয়ে বড়’ সংঘাতের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে পোস্ট-কুরিয়ার সংবাদপত্র জানিয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এনগা প্রদেশের ওয়াপেনামান্দা জেলায় এই হত্যাকাণ্ড শুরু হয়। অ্যাম্বুলিন এবং সিকিন আদিবাসী গোষ্ঠীর পাশাপাশি তাদের মিত্ররা এই সংঘাতে জড়িত ছিল।

পুলিশ পোস্ট-কুরিয়ারকে জানিয়েছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তারা রাস্তার পাশে, ঘাসের মাঠ থেকে এবং ওয়াপেনামান্দার পাহাড় থেকে প্রায় ৬৪টি মৃতদেহ উদ্ধার করেছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর