প্রশান্ত মহাসাগরে মাদকবাহী চার জাহাজে মার্কিন সেনাবাহিনীর অভিযান

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন ধবংস
প্রশান্ত মহাসাগরে সাবমেরিন ধবংস | ছবি: সংগৃহীত
0

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে, প্রশান্ত মহাসাগরে মাদকবাহী চারটি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ১৪ জন মাদক চোরাচালানকারী। আর একজনকে উদ্ধার করেছে মেক্সিকোর উদ্ধার ও অনুসন্ধানকারীরা।

স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান চালানো হয়। মার্কিন সোনাদের মাদকবিরোধী এ অভিযানের কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা জানান তিনি।

আরও পড়ুন:

হেগসেথ জানান, প্রথম অভিযানে ৮ জন এবং দ্বিতীয় ও তৃতীয় অভিযানে ৬ জন নিহত হয়। জাহাজে থাকা একজন মাদক কারবারি বেঁচে গেছেন বলেও জানান তিনি। তবে তার অবস্থান স্পষ্ট করেন নি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

ইএ