ক্রিকেট
এখন মাঠে
0

জিম্বাবুয়ের বিপক্ষে ফিরবেন সাকিব

ছুটি কাটিয়ে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরবেন সাকিব আল হাসান। এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ বৈঠকে তামিম ইকবালের ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। তবে অন্দরমহলের খবর হেড কোচ হাথুরুসিংহের অধীনে খেলতে তামিমের আপত্তি আছে। যে কারণে তামিমের ফেরার ব্যাপারে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

তবে শ্রীলঙ্কা সিরিজে ছুটি কাটিয়ে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন সাকিব আল হাসান। কিন্তু অধিনায়কত্ব থাকবে শান্তর কাঁধেই।

বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শান্তকে দীর্ঘসময়ের জন্যই অধিনায়কত্ব দেয়া হয়েছে। এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত যতগুলো ম্যাচ হবে শান্ত সবগুলো খেলাতেই অধিনায়ক থাকবে। সাকিব ফিট থাকলে অবশ্যই খেলবে। আমরা চাইবো জিম্বাবুয়ে সিরিজে সে থাকুক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘বিশ্বকাপের আগে আফগানিস্তানের সাথে খেলার কোন সুযোগ নেই। কারণ জিম্বাবুয়ে সিরিজ খেলেই আমরা বিশ্বকাপে চলে যাবো।'

তবে জুনে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে নিজদের খরচে বাড়তি একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।