গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতি'র বাসভবনসহ রাজধানীতে হামলা-ভাঙচুর ও নাশকতার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১১টি এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা করে পুলিশ।
তাদের বিরুদ্ধে করা সবগুলো মামলার জামিন হলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় আটকে যায় জামিন। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের দু'জনের জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে তিনটায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির এই দুই নেতা।
কারাগারের সামনে জড়ো নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাবেন'।
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'ক্ষমতা দখল করেও আওয়ামী লীগ পরাজিত হয়েছে, জনগণ ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে।'