প্রবাস
0

আরব আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু

পড়াশোনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

দীর্ঘ অপেক্ষার পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) ভর্তি কার্যক্রম চালু হয়েছে। এই নিয়ে বিশ্বের ছয়টি দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনায় এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

প্রবাসী বাংলাদেশিদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার পর এবার সংযুক্ত আরব আমিরাতেও তাদের কার্যক্রম চালু করেছে। এরইমধ্যে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে মানবিক ও ব্যবসা শিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বাউবি।

এর মাধ্যমে দেশটিতে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিরা পড়াশোনার সুযোগ পাবেন। এজন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারছেন প্রবাসীরা। এসএসসি ১ম বর্ষের জন্য এককালীন গুণতে হবে ৫১৫ দিরহাম। এছাড়া এইচএসসি ১ম বর্ষের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৬৬০ দিরহাম। শিক্ষার্থীদের জনতা ব্যাংক দুবাই শাখায় বাউবি'র অ্যাকাউন্টে ফি জমা দিয়ে সেই রশিদের মূলকপি ও অনলাইন ভর্তির আবেদন কপি দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান বলেন, বাংলাদেশ কনস্যুলেট এই প্রোগ্রামের তত্ত্বাবধান করবে। সরাসরি শিক্ষার্থীকে ভর্তি হতে হবে এমন নয়, শিক্ষার্থীর পক্ষে যে কেউ ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।’

শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকায় অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরিতে কাজ করতে হয় বাংলাদেশিদের। অনেকে আবার এসএসসি শেষ করে বা এইচএসসি অধ্যায়নরত অবস্থায় প্রবাসী হচ্ছেন। এ অবস্থায় চলমান শিক্ষা কার্যক্রমের সঙ্গে ডিগ্রি বা সমমান শিক্ষা কার্যক্রম চালুর দাবি প্রবাসীদের। আর তাহলেই প্রবাসে বাউবি'র অগ্রযাত্রা ফলপ্রসু হবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে পড়ালেখা শেষে প্রতিযোগিতার বাজারে নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবেন রেমিট্যান্স যোদ্ধারা। বাড়বে কর্মস্থলে পদোন্নতির সুযোগ।

প্রবাসীরা বলেন, ‘দুবাইয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ায় আমরা সবাই খুশি। আর একইসঙ্গে অনার্স বা ডিগ্রি কোর্স চালু হলে আরও সুবিধা হবে।’

আমিরাত ছাড়াও একইভাবে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পাববেন সৌদি আরব, কাতার, কুয়েত ও ইতালি প্রবাসীরা। আর দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা ভর্তি হতে পারবেন এইচএসসি প্রোগ্রামে।

ভর্তির নির্ধারিত ফি জমাদানের তথ্য

জনতা ব্যাংক, দুবাই শাখা

হিসাবের নাম: Bangladesh Open University Study Facilities- BD Consulate, Dubai

হিসাব নম্বর: ৯৩৩১০০২০১০০০০০০৪১৬৯

এই সম্পর্কিত অন্যান্য খবর