ক্রিকেট
এখন মাঠে
0

মঙ্গলবার বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু

বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। তাই আজ রোববার (১১ ফেব্রুয়ারি) থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ের কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে মিলছে টিকিট।

ঢাকা ও  সিলেট হয়ে এবার বিপিএল চট্টগ্রামের মাঠে। ২৯তম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই পর্বের খেলা। তাই ১৩ ফেব্রুয়ারির ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনা যাবে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালের শীতের আবহে শুরুতেই কিছুটা ধীরগতি থাকলেও রোদের তেজ বাড়তে বাড়তেই ক্রিকেট ভক্তদের কিছুটা ভিড় বাড়ে। নির্বিঘ্নে টিকিট পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। জানান, 'আমরা চট্টগ্রামের মানুষ তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সমর্থন করি। এইবার সহজে টিকিট পেয়েছি কিন্তু সামনের ম্যাচগুলোতে ভোগান্তি হতে পারে।'

এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। এরপরই আছে যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পারফরম্যান্স বেশ আশা জাগাচ্ছে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের। সাথে বিদেশি ক্রিকেটারের চেয়ে দেশি তারকা এবং তরুণ ক্রিকেটাররা দর্শকদের নজর কেড়েছেন।

বিপিএল নিয়ে দর্শকদের মাঝে চুলচেড়া বিশ্লেষণ চলছে। লো স্কোরিং বিপিএল বরাবরই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। তবে চট্টগ্রামের উইকেটে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা দর্শকদের। সেই সাথে পছন্দের খেলোয়াড়দের দুর্দান্ত ফরমে দেখতে পাবার তীব্র আশা নিয়ে টিকিট কিনছেন ভক্তরা।

ভক্তরা বলেন, 'আমাদের চট্টগ্রামের পিচ ব্যাটিং সহায়ক, এখানে রান সবসময় ভালো হয়। ব্যাটিং পিচ হলে খেলা দেখে মজা পাই।'

মঙ্গলবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বেলা দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬ টায়। তবে শুক্রবার ম্যাচ শুরু হবে ২ টায়। প্রতি ম্যাচের আগে ও ম্যাচের দিন টিকিট কেনা যাবে। যার জন্য গুণতে হবে ২০০ টাকা থেকে ২৫০০ টাকা।