ক্রিকেট
এখন মাঠে
0

এবার আইপিএলে ডাক পেলেন শামার জোসেফ

একটার পর একটা ভাগ্যের দরজা খুলে যাচ্ছে ওয়েস্টইন্ডিজের ওয়ান্ডার বয় শামার জোসেফের। দুবাই টি-টোয়েন্টি, পিসিএলের পর আইপিএলের দলে ডাক পেলেন। দেশটির নিভৃত গ্রাম থেকে উঠে আসা জোসেফের সামনে এখন কোটি কোটি ডলার আয়ের সুযোগ।

দিনকয়েক আগেও অনেকটা অচেনা, অথচ সাধারণ শামার জোসেফ যেন হঠাৎই প্রদীপের আলোয়! অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ দুই যুগের বেশি সময় পর ওয়েস্টইন্ডিজের জয়ে বদলে গেছে তার জীবন।

গায়ানার নিভৃত এক গ্রাম থেকে আসা এই পেসার মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কোটিপতি হয়েছেন। জাতীয় দলের হয়ে কখনও টি-টোয়েন্টি না খেলে এই ক্রিকেটার এখন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর চাহিদার শীর্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পরই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করা এই পেসারকে কেন্দ্রীয় চুক্তিতে নেয় ক্যারিবিয়ান বোর্ড। এরপর পিএসএলে তাকে চুক্তিবদ্ধ করে পেশোয়ার জালমি। এমনকি তাকে দুবাই টি-টোয়েন্টিতেও নেয়া হয়। তবে চোট থাকায় খেলতে যাননি জোসেফ।

এবার তাকে ৩ কোটি রুপিতে আইপিএলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাটিতে একাধিক টেস্ট সিরিজ থাকায় লখনৌর হয়ে এবারের আসরে খেলবেন না ইংলিশ পেসার মার্ক উড। আর তাতেই কপাল খোলে শামার জোসেফের, চোট থেকে সেরে উঠলে শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশাবাদী দলটি।

মাত্র ২৪ বছর বয়সী এই পেসারের বীরত্বেই ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয় পায় ওয়েস্টইন্ডিজ। অভিষেক সিরিজেই হন সিরিজসেরা। ক্রিকেট বিশ্বে সব কিংবদন্তীর বন্দনায় ভেসেছে জোসেফের নাম। লারা, ইয়ান বিশোপের মতো তারকারা তাকে জড়িয়ে ধরেও কেঁদেছেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর