ক্রিকেট
এখন মাঠে
0

যুব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে ভারত

আরেকটা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে দুই দলের ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের যুবারা। ১৯৮৮ সাল থেকে নিয়মিতই হয়ে আসছে যুব বিশ্বকাপ। এখন পর্যন্ত এই আসরের সর্বোচ্চ পাঁচবার ট্রফি জিতেছে ভারতের যুবারাই। এবারের আসরে তারা হট ফেভারিট।

এখন পর্যন্ত টুর্নামেন্টে কোন ম্যাচ হারেনি তারা। অপরাজিত থেকেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। বোলিং কিংবা ব্যাটিং দুর্দান্ত পারফরম্যান্স করছে দলটি। তাই রেকর্ড ষষ্ঠ ট্রফি জয়ের সংকল্প ভারতীয় যুবাদের।

অন্যদিকে অস্ট্রেলিয়ারা যুবারাও দারুণ, তারাও আসরে অপরাজিত। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে তারাও আত্মবিশ্বাসী চতুর্থ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের। সবশেষ বড়দের বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে যায় ভারতীয়দের। এবার যুবাদের সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচানোর পালা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর