ক্রিকেট
এখন মাঠে
0

মঙ্গলবার থেকে বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু

টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে মঙ্গলবার থেকে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি একদিনের বিরতি দিয়ে মোট ১৪টি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচেই আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা, সিলেট, ঢাকা হয়ে বন্দর নগরীতে বিপিএল ফেরায় টিকিটের মূল্য নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড।

গ্রান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সের টিকিট মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট মূল্য দেড় হাজার টাকা। ক্লাব হাউজ ৮শ’, ইস্টার্ন ৪শ’ ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে ২শ’ টাকা করে।

মঙ্গলবার ম্যাচের আগে রোববার সাগরিকা ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট বুথ ও অনলাইনে বিপিএলের টিকিট বিক্রি হবে।