কাঁচাবাজার
বাজার
0

সরবরাহ কমায় বগুড়ায় বাড়ছে পেঁয়াজের দাম

আমদানি না থাকা ও বগুড়ার বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় বাড়ছে পেঁয়াজের দাম। সাত দিনের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২৫ লাখ টন। দেশে পেঁয়াজের উৎপাদনের পরও ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়।

বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ও মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা দাম বেড়েছে।

খুচরা বিক্রেতা বলেন, 'পাবনায় যেখানে ১০ থেকে ২০ গাড়ি আমদানি হইতো। এখন ১ থেকে ২ গাড়ি আমদানি হচ্ছে। যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় তাহলে বাজারটা কমতে পারে। মুড়িকাটা প্রায় শেষের দিকে তাই দাম বাড়তি।'

কিছুদিন পরপর একটি পণ্যের দাম কমলেও অন্য একটি পণ্যের দাম বাড়ে। এতে করে হিসাবের খাতা মিলাতে গিয়ে সংকটে পড়েন ক্রেতারা।

ভোক্তারা বলেন, 'প্রতিদিনই কোন না কোন জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে। দাম বাড়লে আর সেটা সহজে কমতে চায় না। এখন পেঁয়াজের বাজার বাড়াতে আমাদের খুব কষ্ট হচ্ছে।'

দেশে উৎপাদিত পেঁয়াজ তোলা ও লাগানোর মাঝামাঝি সময় এখন। হালি পেঁয়াজ উঠতে এখনো বাকি একমাস। এ সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করা গেলে বাজার আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের।

রাজাবাজার আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক দুলার প্রসাদ বলেন, 'মজুতদাররা বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ কিনে স্টক করে রেখে দাম বাড়াচ্ছে।'

বাজার পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

 

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর