উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

রাশিয়া থেকে ১২০ কোটি টন ইউরেনিয়াম আমদানি যুক্তরাষ্ট্রের

২০২৩ সালে রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণে ইউরেনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

গেল বছর ১২০ কোটি টন রুশ ইউরেনিয়াম আমদানি করেছে ওয়াশিংটন। ডিসেম্বরেই রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

মূলত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের জেরে এই নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র। সিনেটে আটকে যায় সেই বিল। আর ডিসেম্বরেই রাশিয়া থেকে ১৯ লাখ টন ইউরেনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র।

গেল বছরই ইউরেনিয়াম শিপমেন্ট বাড়ে ৪৩ শতাংশ। এখন পর্যন্ত রাশিয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইউরেনিয়াম সরবরাহকারী। যুক্তরাষ্ট্রের নিজেদের ইউরেনিয়ামের মজুত থাকলেও তা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরিচালনার জন্য পর্যাপ্ত নয়।

এসএস