অন্য সব খেলা
এখন মাঠে
0

রোববার লাস ভেগাসে বসবে সুপার বোল পার্টি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার বসতে যাচ্ছে কোটি টাকার সুপার বোল পার্টি। আমেরিকার ফুটবল খ্যাত এ খেলা সামনে বসে দেখতে দর্শককে প্রতি টিকিটের জন্য খরচ করতে হবে প্রায় ১০ লাখ টাকা। সাড়ে ৩ লাখ মানুষের সমাগম হবে লাস ভেগাসে।

বর্ণিল সাজে সেজে থাকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে আরেকটি ইভেন্টের প্রস্তুতি। তাইতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে লাস ভেগাস।

আমেরিকার জাতীয় ফুটবল লীগ এনএফএলের আয়োজনে রোববার অনুষ্ঠিত হবে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যুক্তরাষ্ট্রে অবশ্য এই খেলাকে ফুটবল বলে সম্মোধন করা হয়। যদিও খেলাটি হয় হাত দিয়ে।

দেশটির সবচেয়ে ব্যয়বহুল খেলা এই সুপার বোল প্রতিযোগিতায় অংশ নেয়া দুটি দল ক্যানসাস সিটি ও স্যান ফ্রেন্সিসকো। এ আয়োজনে ব্যাপক আগ্রহ থাকে মার্কিনিদের। ঘরে ঘরে চলে উৎসবের আমেজ।

ধারণা করা হয়, আমেরিকায় এ দিনটিতে টিভি সেটের সামনে সবচেয়ে বেশি দর্শক থাকে। তাই বিজ্ঞাপন বাণিজ্যেও রমরমা চলে। যেমন গেল আসরে বিজ্ঞাপনের ৩০ সেকেন্ডের একটি স্লট বিক্রি হয়েছে ৫ মিলিয়ন ডলারে। এবারে তা বেড়ে হয়েছে ৭ মিলিয়ন মার্কিন ডলার।

শুধু বিজ্ঞাপনই না ৭০ শতাংশ বেড়েছে টিকিটির মূল্য। সুপার বোলের এ আয়োজন সামনে বসে দেখতে দর্শক প্রতি গুনতে হবে ৯ হাজার ৮৪৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ টাকা।

শুধু দর্শক ছাড়াও খরচ বাড়বে অংশ নেয়া দলগুলোরও। কারণ গত এক বছরে ২০০ শতাংশের বেশি বেড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমান ভাড়াও। এছাড়া গতবারের চেয়ে ৭৬ শতাংশ বাড়তি লাস ভেগাসের হোটেল ভাড়াও। যেখানে এক রাত থাকতে খরচ পড়বে গড়ে ৪০০ ডলার পর্যন্ত।

দর্শকদের বিনোদনের জন্যও থাকবে নানা ব্যবস্থা। এছাড়া সুপার বোল পার্টিতে পারফর্ম করার কথা রয়েছে আমেরিকার জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। তাই এ আয়োজন ঘিরে যুক্তরাষ্ট্র সরকার নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর