সিনেটে প্রায় ১২ হাজার কোটি ডলারের বিল

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সিনেট সদস্যরা ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তার জন্য আবারও চাপ দিচ্ছেন। তবে রক্ষণশীল রিপাবলিকানরা জোর দিচ্ছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় ব্যবস্থা নেয়ার ওপর।

দ্বিপক্ষীয় চুক্তির অধীনে, অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট।

বেশ কয়েকমাস আলোচনার পর যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট ১১ হাজার ৮০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বিলের বিষয়টি তুলে ধরেছে। বিলের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষায় রাখা হয়েছে ২ হাজার কোটি ডলার। ইউক্রেনকে সহায়তা হিসেবে দেয়া হবে প্রায় ৬ হাজার কোটি ডলার। আর ইসরাইলের সামরিক সহায়তায় বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলার। এ ছাড়া বিলে তাইওয়ানসহ এশিয়া অঞ্চলে সহায়তার বিষয়েও প্রস্তাব আছে।

অবৈধ অভিবাসনের বিষয়টি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে মূল ইস্যু বলে মনে করছেন বিশ্লেষকরা। অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা।

ডেমোক্রেটরা বলছেন, প্রস্তাবে জাতীয় নিরাপত্তা ইস্যুর ন্যায্য দাবি আছে। বিলটি দ্রুত পাশের আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিলটি আইনে পরিণত হলে, তা গত কয়েক দশকের মধ্যে মার্কিন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

তবে রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেন, বিলটি তাদের প্রত্যাশার চেয়েও খারাপ। প্রেসিডেন্ট বাইডেন সীমান্তে যে বিপর্যয় এনেছে তা এখন আইন করেও ঠেকানো যাবে না।

মার্কিন হাউজের স্পিকার মাইক জনসন বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তকে ইচ্ছাকৃতভাবে খোলা রাখা হয়েছে। মাত্র ৩ মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ৭ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বাইডেন প্রশাসন বেআইনিভাবে স্বাগত জানিয়েছে। স্কুল বন্ধ করে ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ক্লাসে বাধ্য করা হয়েছে। কারণ অভিবাসীরা যেনো তাদের স্কুল ভবনে থাকতে পারে।

মার্কিন সিনেটের ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিতে বিলটি খুবই গুরুত্বপূর্ণ। তবে দেশটির উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল। এখন তাদের বাধার মুখে বিলটি অনিশ্চিয়তার মুখোমুখি।