স্বর্ণের বাজার
বাজার
0

বিশ্বব্যাপী রেকর্ড করেছে স্বর্ণের চাহিদা

ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৩ সালে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণের চাহিদা।

চীনের অর্থনীতির অস্থিতিশীলতার কারণেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন নিরাপদ মাধ্যম স্বর্ণে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, গেলো বছর স্বর্ণ কেনাবেচা হয়েছে ৪ হাজার ৮৯৯ টন। ২০২২ সালে এই পরিমাণ ছিল ৪ হাজার ৭৪১ টন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর হামাস ইসরাইল সংঘাতে ২০২৩ সালে বেড়েছে স্বর্ণে বিনিয়োগ। ২০২৪ সালেও হলুদ এই ধাতুর দাম বাড়ার পাশাপাশি বাড়বে বিনিয়োগ। ডিসেম্বরে স্বর্ণের দাম উঠেছিল আউন্স প্রতি সর্বোচ্চ ২ হাজার ১০০ ডলারে।

দ্বিতীয় বছরের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ পৌঁছেছে ১ হাজার টনে।

এসএস