এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে আবারও বাড়লো জরুরি অবস্থার মেয়াদ

দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর তীব্র সংঘাত চলার মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ আবারও ছয় মাস বাড়িয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) এক ‍বিবৃতিতে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে জান্তা বাহিনী। এতে দেশটিতে জাতীয় নির্বাচন আরও পিছিয়ে দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।

জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে এই ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সক্ষম করতেই এ সিদ্ধান্ত।

এসএসএস