মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মক্কা-মদিনায় বিদেশিদের বিয়ের সুযোগ

হজ-ওমরাহ’র পাশাপাশি মক্কা-মদিনায় এখন থেকে বিয়েও করা যাবে।

ইসলামের পবিত্রতম দুই স্থান, মক্কার মসজিদ আল-হারাম বা গ্র্যান্ড মস্ক ও মদিনার মসজিদে নববীতে বিয়ে করতে পারবেন মুসল্লিরা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র ভূমিতে বিদেশি হজযাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ইসলাম ধর্মে এ দুই মসজিদে বিয়ের অনুমতি আছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনার মসজিদে এক সাহাবির বিয়েও দিয়েছিলেন। মসজিদে নববীতে মদিনার স্থানীয় বাসিন্দাদের বিয়ে বেশ প্রচলিত বলেও জানা যায়। অনেকে মনে করেন, এই মসজিদে বিয়ে দম্পতির জীবনে সৌভাগ্য বয়ে আনে। প্রতি বছর কোটি মানুষ হজ ও ওমরাহ'র উদ্দেশ্যে মক্কা ও মদিনায় পা রাখেন।

এই সম্পর্কিত অন্যান্য খবর