‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করবে ভারত’

0

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

এরইমধ্যে পেঁয়াজ, ডাল ও ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানি করার বিষয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রী আলোচনা করেছেন। আসন্ন রমজানে ভোগ্যপণ্যের কোন সংকট হবে না এবং পণ্যের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন এই সংসদ সদস্য।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‌‌‍‍‌‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশকে সকল রাষ্ট্র এবং বিদেশি রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হলেও সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। আমরা একটি ভালো সরকার পেয়েছি৷’

অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানান, রাশিয়া-ইউক্রেন আর গাজায় যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকার অর্থনৈতিক সংস্কারের কথা ভাবছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ কোন অর্থনৈতিক সংকটে পড়বে না। আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, সেটা এখনও সঠিক অবস্থায় আছে। কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে। এটি আমাদের জন্য একটি বিরাট সম্পদ।