ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একইদিনে দেশটি হামলা করেছে ইয়েমেনে অবস্থিত হুতিদের আস্তানায়।
গেল সপ্তাহে পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হন বেশ কয়েকজন মার্কিন সেনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে এই হামলা। যার লক্ষ্যবস্তু ছিলো "কাতাইব হিজবুল্লাহ" গোষ্ঠী। অন্যদিকে ইয়েমেনে চালানো হামলায় ধ্বংস করা হয়েছে হুতিদের দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে আত্মরক্ষায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।