ইউরোপ
বিদেশে এখন
0

'ইশা' ঝড়ের তাণ্ডব চলছে যুক্তরাজ্যে

ঘণ্টায় ১৫৯ কিলোমিটার বেগের ঝড় 'ইশা'র আঘাতে বিপর্যস্ত পুরো যুক্তরাজ্য। ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ।

স্কটল্যান্ডে রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা থেকে ট্রেনের পূর্বনির্ধারিত সব যাত্রা বাতিল হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত দু'দিনের জন্য সারাদেশে জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা 'অ্যাম্বার অ্যালার্ট'। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোবাইল ফোন সংযোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কিছু সড়ক ও সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেলের পাশাপাশি আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটতে পারে বিমান আর ফেরি চলাচলেও।

এরইমধ্যে আয়ারল্যান্ডের ডাবলিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। প্রাণহানি এড়াতে দূরপাল্লার ভ্রমণ স্থগিতের পরামর্শও দিচ্ছে প্রশাসন।

গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত নয়টি ঝড় আঘাত হেনেছে ব্রিটিশ ভূখণ্ডে।

এসএস