বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, ভারতীয় ঋণে ১৯৩ মিলিয়ন ডলারের ১২টি হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। সেখানে ভারত কারিগরী সহযোগিতাও করছে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সবগুলো হাইটেক পার্কের নির্মাণ শেষ হবে।
দু'দেশের সাইবার জগত সুরক্ষিত রাখতে সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে সাইবার ড্রিল শুরু হবে।
এসময় প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, 'ডিজিটাল ও আইসিটি খাতে দু'দেশ পারস্পরিক স্বার্থ ও নিজ নিজ উন্নয়ন বাস্তবায়ন করছে। তরুণদের অগ্রাধিকার দিয়ে স্টার্ট আপ কমিউনিটি গঠনেও সম্মত হয়েছে দু'পক্ষ।'
নিজেদের মধ্যে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক তৈরিতেও সম্মত হওয়া গেছে বলে জানান তিনি।