ছোট্ট এই শহরে প্রবাসীরা গড়ে তুলেছেন দেড় শতাধিক ছোট-বড় গার্মেন্টস প্রতিষ্ঠান। বিশ্বের সব নামকরা পোশাক ব্যান্ডের সাথেও কাজ করছেন তারা।
নিজ প্রচেষ্টায় এগিয়ে যাওয়া শ্রমিক-মালিকরা অবদান রাখছেন উভয় দেশের অর্থনীতিতে। গার্মেন্টস পরিদর্শনে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বলেন, 'তারা অদক্ষ হিসেবে বাংলাদেশ থেকে এসেছিল কিন্তু এসেই কিছুদিনের মধ্যে তারা দক্ষ হয়ে গেছে। এ বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে। তারা নিজেদের দক্ষতা প্রমাণ করছে এবং বিশ্ব বিখ্যাত ব্যান্ডে কাজ করছে।'
প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কাজ করছেন প্রায় চার হাজার বাংলাদেশি। যাদের পাঠানো বৈদেশিক মুদ্রা অবদান রাখছে দেশের অর্থনীতিতে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ শ্রমিকের চাহিদা থাকায় ইতালির শ্রমবাজার ধরতে প্রয়োজন বাংলাদেশ সরকারের সরাসরি সহযোগিতা।